শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

থানচিতে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের প্রেরণ 

থানচি (বান্দরবান) প্রতিনিধি 

থানচিতে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের প্রেরণ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের থানচিতে দুই ইউনিয়নে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তাদের তিন কেন্দ্রে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিজিবি ক্যাম্প হেলিপ্যাডে রেমাক্রি ইউনিয়নের ছোট মদক ও দুলাচাদ পাড়া কেন্দ্র ও তিন্দু ইউনিয়নের জিন্না পাড়া কেন্দ্রের ব্যালেট পেপার, ব্যালেট বাক্স ও নির্বাচনি সরঞ্জামসহ কর্মকর্তাদের হেলিকপ্টারে যোগে পাঠানো হয়।

উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হামিদ বলেন, উপজেলা দুর্গম রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের কেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে নির্বাচনি সরঞ্জামসহ কর্মকর্তাদের বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ও আজ পাঠানো হচ্ছে। 

এছাড়া অন্য  সকল গুরুত্বপূর্ণ নির্বাচনি সরঞ্জাম ভোটের আগের দিন থেকে কেন্দ্রের পাঠিয়ে দেয়া হবে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনি সংক্রান্ত যে কোন সহায়তার জন্য জরুরি সেবা ৯৯৯ নম্বরে ব্যবহারের জন্য বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে বলেও তিনি জানান।

থানচি থানা ওসি মো. জসিম উদ্দিন বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা ভোট কেন্দ্রগুলোতে ৪২ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

থানচি  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, এই ইউজেলায় ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনি কর্মকর্তাদের ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এই উপজেলায় একটি অবাধ নিরপেক্ষ, সুস্থ, অংশগ্রহণমূলক, সুন্দর  পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

টিএইচ